স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তবিবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার চৌধুরী, জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান সহ সিভিল সার্জনের প্রতিনিধি, জেলা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধিবৃন্দ, জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি রাজবাড়ীর সহ-সভাপতি ও পরিচালকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও কর্মকর্তাগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও সেমিনারে আরও অংশগ্রহণ করেন, জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির সদস্যবৃন্দ, কনজ্যুমারস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ, ছাত্র ও শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ এবং জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সাদ আহম্মেদের সঞ্চালনায় সেমিনারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। উন্মুক্ত আলোচনা পর্বে সেমিনার এ অংশগ্রহণকারীবৃন্দ ভোক্তা-অধিকার বিষয়ক গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন এবং সেমিনারের সভাপতি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।