জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ৬০ পুরিয়া হেরোইন সহ হারুন শেখ (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের বোন্যা গ্রামের মৃত তৈজুরী শেখের ছেলে।
রবিবার (১৮ মে) রাত ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়া লঞ্চঘাট এলাকায় হাকিম আলী মুন্সীর দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে ৬০ পুরিয়া হেরোইন সহ গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়ালন্দ ঘাট থানার এসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।