স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ মোঃ রোকন মোল্লা (৩৬) নামে একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ ঘাট থানার পূর্ব তেনাপচা গ্রামের মোঃ মোহন মোল্লার ছেলে।
সোমবার (১৯ মে) দুপুর পৌনে ২টার সময় রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার কাউজানি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচাজর্ মোঃ মফিজুল ইসলাম বলেন, রাজবাড়ী গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রোকন মোল্লার হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।