কামরুল হাসান কনক : গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন রাজবাড়ীর তৌহিদী জনতা। সোমবার সকাল ১১ টায় রাজবাড়ীর বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বড়পুল এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে পুনরায় বড়পুল এলাকায় জমায়েত হয়। এরপর সর্বসাধারনের অংশগ্রহণে গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সড়ক অবরোধ করে অবস্থাণ কর্মসূচী পালন করে।
এসময় বক্তারা বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি মানুষ ক্ষুব্ধ এবং ব্যথিত। সকলে চান দ্রুত যেন বিশ্ববাসী এ গণহত্যা বন্ধ করে।