স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। আলীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহীন, জেলা জাসাসের সাবেক সভাপতি আব্দুর রউফ হিটু, আলীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাজী হারুন অর রশিদ, আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম সরদার, বাশারুজ্জামান বাদশা, মেহেদী হাসান, মাহফুজুর রহমান, ফারুক খান, আনিস কাজী, শহিদ মৃধা, আমির হোসেন আমু, শহিদুল ইসলাম পাঠান, নুরুল হক খলিফা, ওয়াসিম খান, রকি খান, দেলোয়ার হোসেন বাবু, মোমিন মিজি প্রমুখ।