স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত ও নিহত ১১টি পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ মে) রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত ও নিহত ১১ টি পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবু রাসেল, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ।