স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় শাহীন শেখ ওরফে রুপল শেখ (২৭) নামে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রুপল শেখ সদর উপজেলার রাজাপুর গ্রামের জিন্নাহ শেখের ছেলে। তিনি ভ্যান চালিয়ে ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা হল রাজাপুর গ্রামের রুকমান বিশ্বাসের ছেলে মোঃ জহিরুদ্দিন বিশ্বাস (৬৫), মৃত ফেলু বিশ্বাসের ছেলে মোঃ মৈজদ্দি বিশ্বাস (৫৫), ফরহাদ বিশ্বাস (৪৫), খালেক মোল্লার ছেলে মোঃ মুন্নু মোল্লা (৫০) ।
জানা গেছে, শুক্রবার (১৬ মে) সন্ধ্যার দিকে দুবৃত্তরা নিজ বাড়ি থেকে তুলে নিয়ে আটকে রেখে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করে । এ ঘটনায় শনিবার (১৭ মে) রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের নসের উদ্দিন মোল্লার ছেলে মোঃ কালাম মোল্লা (৫৪) বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বাদী বলেন, আমার ভাগ্নে রুপল শেখকে তার নিজ বাড়ী থেকে দুর্বৃত্তরা শামসুদ্দিন ওরফে শাম বিশ্বাসের বাড়ীর ভিতর নিয়ে যায়। তার আঙ্গিনায় গত ১৬ মে বিকাল ৫ টার সময় ডেকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে রুপল শেখ কে এলোপাথারী ভাবে মারধর করে। আসামীদের মারধরে রুপলের অবস্থা আশংকাজনক হওয়ায় রুপলকে ফেলে রেখে তারা পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজন রুপলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের স্বজনরা জানান, রাজাপুর গ্রামের প্রবাসী রাকিবুলের স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ দিয়ে গত মঙ্গলবার রাকিবুলের ভাই রাফিজুল ও তার পরিবারের লোকজন রুপলকে মারধর করে। সেদিন মার খেয়ে রুপল বুধবার সকালে ঢাকা চলে যায়। স্থানীয় মাতবররা শালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে পরিবারের সদস্যরা তাকে ফোন করে বাড়ীতে আনে। শুক্রবার সন্ধ্যার দিকে রাফিজুল, রাসেল, সৌরভসহ ৭ থেকে ৮ জন এসে রুপলকে ঘরের ভেতর থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে মরদেহ সদর হাসপাতালে নিয়ে যায়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবু রাসেল জানান, এ ঘটনায় শুক্রবার রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলার চার আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য অসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি দাবি করেছেন, মোবাইলে ভিডিও ধারন নয় চোর সন্দেহে তাকে বাড়ী থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।