স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শনিবার (১৭ মে) গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে জুরান মন্ডল পাড়া এলাকা থেকে মোঃ শানাল শেখ এর পুত্র মোঃ সাজাহান শেখ (৩৪) ও মৃত তোরাপ আলী শেখ এর পুত্র মোঃ এরশাদ শেখ (৩৭) এর হেফাজত হতে ১০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার পূর্বক তাদের গ্রেফতার করে।