স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ মোঃ আনোয়ার হোসেন (৩৫) নামে এক পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে। সে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার জোতপাড়ার মোঃ জিন্নাহ শেখের ছেলে।
রবিবার বিকেলে মাদারীপুর জেলার রাজৈর থানার টেকেরহাট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, গত ২০২৪ সালের ৭ ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টার সময় বালিয়াকান্দি থানার রামদিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মোহাম্মদ আলীর মুরগীর ফার্মের সামনে থেকে তার নিজ ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। কুখ্যাত চোর মোঃ আনোয়ার হোসেন তার অপর সহযোগী মোঃ নাজমুলের সহায়তায় চুরি করে। পরে এ ঘটনায় বালিয়াকান্দি থানায় গত ২ ফেব্রæয়ারী মামলা দায়ের হয়। মামলাটি দায়ের হওয়ার পর রাজবাড়ী পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীনের তত্ত¡াবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকারের নেতৃত্বে মোঃ আনোয়ার হোসেনের বর্তমান অবস্থান শনাক্ত করা হয়। পরে বালিয়াকান্দি থানার একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার রাজৈর থানার টেকেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী চুরি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামী একজন মোটরসাইকেল চোর চক্র দলের সক্রিয় সদস্য। সে দেশের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে থাকে। চুরি করাই তার পেশা। তাকে সোমবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।