শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নজরদিন :এবার টেকনেশিয়ান দিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চলছে চিকিৎসা সেবা গোয়ালন্দে ডিবির অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতদিয়ায় হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় সরকারি জমি থেকে অর্ধশত গাঁজার গাছ উদ্ধার রাজবাড়ীতে পুলিশের উপর হামলার ঘটনায় ১২জনের বিরুদ্ধে মামলা ॥ ২জন গ্রেপ্তার দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত রাজবাড়ীর প্রতিটি থানা, ফাঁড়ি ও সার্কেল অফিস হবে জনগণের সেবাকেন্দ্র : নবাগত পুলিশ সুপার রাজবাড়ীতে ভ্যান চালক হত্যাকারীদের বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ : আইওকে মারপিট রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ ভিকটর ফিডস-ভিকটর ব্রীডার্স ও ভিকটর ভিলেজে মানসম্মত মুরগীর বাচ্চা তৈরি

চুরি করাই তার পেশা !!

  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৪৯৭ বার

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ মোঃ আনোয়ার হোসেন (৩৫) নামে এক পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে। সে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার জোতপাড়ার মোঃ জিন্নাহ শেখের ছেলে।
রবিবার বিকেলে মাদারীপুর জেলার রাজৈর থানার টেকেরহাট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, গত ২০২৪ সালের ৭ ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টার সময় বালিয়াকান্দি থানার রামদিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মোহাম্মদ আলীর মুরগীর ফার্মের সামনে থেকে তার নিজ ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। কুখ্যাত চোর মোঃ আনোয়ার হোসেন তার অপর সহযোগী মোঃ নাজমুলের সহায়তায় চুরি করে। পরে এ ঘটনায় বালিয়াকান্দি থানায় গত ২ ফেব্রæয়ারী মামলা দায়ের হয়। মামলাটি দায়ের হওয়ার পর রাজবাড়ী পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীনের তত্ত¡াবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকারের নেতৃত্বে মোঃ আনোয়ার হোসেনের বর্তমান অবস্থান শনাক্ত করা হয়। পরে বালিয়াকান্দি থানার একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার রাজৈর থানার টেকেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী চুরি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামী একজন মোটরসাইকেল চোর চক্র দলের সক্রিয় সদস্য। সে দেশের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে থাকে। চুরি করাই তার পেশা। তাকে সোমবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RajbariProtidin.com
Theme Customized By BreakingNews