কালুখালী প্রতিনিধি : গাজায় মুসলিমদের উপর নৃশংস হত্যার প্রতিবাদে ও ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদল ও কালুখালী সরকারি কলেজ ছাতদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে কালুখালী সরকারী কলেজ সংলগ্নে কালো কাপড় বেঁধে এ মানববন্ধন ও সমাবেশ শেষে ছাত্রদল ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় উপস্থিত ছিলেন, কালুখালী উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আসিফ মন্ডল,সাধারণ সম্পাদক মোঃ সাব্বির মন্ডল, সাংগঠনিক সম্পাদক মান্নান শেখ ও কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে তারা বলেন, ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি নিরীহ মানুষদেরকে হত্যা করছে। এ গণহত্যা বন্ধ করতে হবে এবং ইসরাইলি বাহিনীদের গণহত্যার দায়ে বিচার করতে হবে। এ সময় তারা সকল পণ্য বয়কট করার আহŸান জানান।